হোম > সারা দেশ > সুনামগঞ্জ

কারাগার থেকে মুক্তি পেলেন ঝুমন দাশ

সুনামগঞ্জ প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগার থেকে মুক্ত হলেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ। উচ্চ আদালত থেকে জামিনের পর গতকাল বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন ঝুমন দাশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমনের আইনজীবী পংকজ কুমার তালুকদার। এ সময় ঝুমন দাশের স্ত্রী সুইটি রানী দাশসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে গত ৩১ আগস্ট শাল্লা থানার পুলিশ থানায় নিয়ে ঝুমন দাশকে জিজ্ঞাসাবাদ করে। পরে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয় ঝুমনকে। পরদিন ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

১৩ নভেম্বর বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে ভবিষ্যতে তিনি ফেসবুকে উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক কোনো পোস্ট দেবেন না—এই মুচলেকায় তাঁকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।

ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দী মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ছয় মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের ওই গ্রামে তাণ্ডব চালিয়েছিল মামুনুল হকের অনুসারীরা।

কারামুক্ত হয়ে ঝুমন দাস বলেন, ‘যে কয়টা শর্তে আমি জামিন পেয়েছি সেগুলো মেনে চলব। আমি ফেসবুকে কোনো বিতর্কিত মন্তব্য করব না।’

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার