হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নিখোঁজের ৮ দিন পর ভারতে মিলল যুবকের মরদেহ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজের আট দিন পর বাংলাদেশ সীমানা থেকে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকার একটি জঙ্গল থেকে ওই তরুণের মরদেহের সন্ধান পায় তাঁর পরিবার। মৃত তরুণ আলমগীর হোসেন (১৯) উপজেলার রূপনগর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। 

মৃত তরুণের ফুপাতো ভাই আমিরুল ইসলাম বলেন, ‘আলমগীর নিখোঁজ হওয়ার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। গত সোমবার রাতে নিখোঁজের বড় ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে রংঢংগা ওই এলাকায় থাকা স্বজনেরা জঙ্গলে আলমগীরের মরদেহের দেখেন। তাঁরা আলমগীরের পরিবারে মরদেহটির ছবি পাঠালে শনাক্ত করে।’ 

জিডি সূত্রে জানা গেছে, ছোট থেকেই আলমগীর তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে পড়াশোনা বাদ দিয়ে সংসারের কাজে হাল ধরেছিলেন। গত ১৭ জুন বিকেল সাড়ে ৩টার দিক থেকে নিখোঁজ হন আলমগীর। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘নিহতের পারিবারিক সূত্রে আমাদের জানানো হয়েছে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে আলমগীরের মরদেহের সন্ধান পাওয়া গেছে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করব।’

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু