হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে ভোটযুদ্ধে চাচি-ভাতিজি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে ইউপি নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নারী সদস্য পদে চাচি-ভাতিজি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ওই নারী প্রার্থীরা হলেন বর্তমান নারী সদস্য চাচি রোকসানা বেগম ও ভাতিজি রেহানা আক্তার ডেইজি।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান নারী সদস্য রোকসানা বেগম কামড়াখাই গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। আর রেহানা আক্তার ডেইজি চাঁন মিয়ার সৎ-ভাইয়ের মেয়ে, অর্থাৎ ভাতিজি এবং একই গ্রামের অপু মিয়ার স্ত্রী।

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ওই দুই নারী ভোটের মাঠে নতুন মাত্রা পান। বর্তমান নারী সদস্যসহ উভয় পক্ষ নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামে। 

গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চাচি রোকসানা আক্তার (হেলিকপ্টার) ও ভাতিজি রেহানা আক্তার ডেইজি (তালগাছ) প্রতীকে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ছাড়া ওই ওয়ার্ডের একই গ্রামের মতিউর রহমানের স্ত্রী সুহেনা বেগম (মাইক) প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন। তবে চাচি-ভাতিজির ভোটযুদ্ধ জমে উঠবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চাচি রোকসানা আক্তার বলেন, ‘গত পাঁচ বছর জনগণের সেবায় নিয়োজিত ছিলাম। সে জন্য এবারও জনগণের ভালোবাসায় এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে নেমেছি।’ কাউকেই প্রতিপক্ষ ভাবেন না  তিনি। 

ভাতিজি রেহানা আক্তার ডেইজি বলেন, ‘বিরোধ কিংবা প্রতিযোগিতা নয়, জনগণের সেবা করতে নির্বাচনে এসেছি।’

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ