হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে বোরোর পর আমনেও বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে এবার বোরো ধানের মতোই আমনের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মুখে গত কয়েক বছর সুনামগঞ্জে আমনের ফলন ভালো হয়নি তবে এ বছর কোনো দুর্যোগে না পড়ায় হয়েছে বাম্পার ফলন। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। চাষের খরচ মিটিয়ে তারা ধারদেনাও শোধ করতে পারবেন বলে আশা করছেন। 

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ তথ্য বলছে, এ বছর জেলায় ৮২ হাজার ২১৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে আমন আবাদ হয়েছে ৮৩ হাজার ৩৬৯ হেক্টর। ফলন হবে প্রায় ২ লাখ ছয় হাজার টন ধান, যার বাজার মূল্য প্রায় ৯২০ কোটি টাকা। এরই মধ্যে হাওরের ৩০ শতাংশ আমন ধান কাটা হয়েছে। 

জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, মাঠে হলুদ রাঙা আমনের খেত। কোনো কোনো জমিতে ধান কাটছেন কৃষক। আবার কেউ কাটা ধান মাড়াই শেষে ধানখলায় শুকাচ্ছেন। অনেকে কাটা ধানের খড় গবাদিপশুর জন্য শুকাতে দিচ্ছেন। 

বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিপুর গ্রামের কৃষক তোফায়েল মিয়া বলেন, ‘এবার অনেক ভালা ধান পাইছি। গত বছর বন্যায় আমরার অনেক ক্ষতি হইছিল কিন্তু এইবার আবহাওয়া ঠিক থাকায় ধান অনেক ভালা অইছে। যে ধান অইছে যদি সঠিক দামে পাই তাইলে মহাজনের ঋণ দিয়াও লাভ থাকব।’ 

এদিকে তাহিরপুরের কাশতাল গ্রামের কৃষক আব্দুল মিয়া বলেন, ‘ইবার আমরা কৃষকেরা জান বাঁচব। খুব বালা ধান অইছে। এ বছর মুক্তা, বিআর ৩২,২২ ধান খুব ভালো ফলন দিয়েছে। এভাবে নিয়মিত ফলন পেলে, শ্রমিকদের খরচ ও অন্যান্য খরচ কুলিয়েও কৃষক লাভবান হতে পারবে।’ 

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, এর মধ্যেই ৩০ শতাংশ আমন ধান কাটা হয়ে গেছে। ১৬ হাজার হেক্টর জমি থেকে ৪০ হাজার মেট্রিকটন চাল পাওয়া যাবে। যার বাজার মূল্য প্রায় ১৮০ কোটি টাকা। বোরো মৌসুমে জেলায় স্মরণকালের বাম্পার ফলন হয়েছিল। এর ধারাবাহিকতা আমনেও লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ে কোনো ক্ষতি না করায় আমনেরও বাম্পার ফলন হয়েছে। তাই স্বাভাবিকভাবেই চাষিরা লাভবান হবেন।

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু