হোম > সারা দেশ > সুনামগঞ্জ

বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে ২০০ বিঘা জমির ধান

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙে তলিয়ে গেছে প্রায় ২ শতাধিক বিঘা জমির বোরো ধান। আজ শনিবার সকাল ১০টায় হঠাৎ করে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের স্থানীয় কৃষকদের উদ্যোগে নির্মিত নজর খালি বাঁধটি ভেঙে যায়। 

এতে পানি ঢুকে প্রায় ২ শতাধিক জমির বোরোধান তলিয়ে যায়। ফলে ডুবে যাওয়া পাকা-আধপাকা ধান নিয়ে বর্তমানে দিশেহারা স্থানীয় কৃষকেরা। 

জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। 

শনিবার সকালে নজর খালি বাঁধে গিয়ে দেখা যায়, স্থানীয় জাদুকাটা ও পাঠলাই নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে টাঙ্গুয়ার হাওরের নজর খালি বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকতে শুরু করেছে। 

স্থানীয় কৃষক মোহাম্মদ আলী শেখ (৬৫) জানান, তিনি এ হাওরে ২ বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন। নজর খালি মুখের বাঁধ ভেঙে তাঁর সমস্ত জমির ধান তলিয়ে গেছে। কাঁচা ধানগুলো পাকা হওয়ার আগেই আমাদের সব শেষ হয়ে গেল। 

ছিলানী তাহিরপুর গ্রামের কৃষক হাবিব মিয়া বলেন, আমার নিজের ৪ বিঘাসহ প্রায় ২০০ বিঘা জমির বোরো ধান পানিতে তলিয়ে গেল চোখের পলকে। এ বছর ছেলে সন্তানদের নিয়ে কষ্টে দিনাতিপাত করতে হবে। 

স্থানীয় ইউপি সদস্য শিমুল আহমেদ বলেন, নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে শনিবার সকালে হঠাৎ করে নজর খালি মুখের বাঁধটি ভেঙে আট-দশটি গ্রামের কৃষকের অনেক বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে। 

সকালে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা বলেন, টাঙ্গুয়ার হাওর সংরক্ষিত জলাভূমি হওয়ায় এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প গ্রহণে আইইউসিএনের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে এখানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাঁধ নির্মাণ হয় নি। যে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে সেটি স্থানীয় কৃষকদের নির্মিত। 

কৃষি কর্মকর্তা জানান, বিশাল সংরক্ষিত জলাভূমি হওয়ায় এখানে কৃষি জমি চাষাবাদে নিষেধাজ্ঞা থাকার পরো স্থানীয় কৃষকেরা প্রায় ২০০ বিঘা জমি চাষাবাদ করেছিলেন বলে আমাদের নিকট তথ্য রয়েছে। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, নজর খালি বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প নয়। স্থানীয় কৃষকেরা নিজে থেকে এ বাঁধটি নির্মাণ করেছিলেন। নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধটি ভেঙে যায়। আমরা ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করব। পরবর্তীতে সরকারি কোন সহযোগিতা এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে। 

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার