হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ফেসবুকে প্রেমের সম্পর্ক, অতঃপর পর্নোগ্রাফি মামলায় যুবক কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ইমরান হাসান। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকার করা পর্নোগ্রাফি মামলায় ইমরান হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে ইমরানকে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে জগন্নাথপুর উপজেলার এক তরুণীর (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইমরান হাসানের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

সেই সুবাদে কয়েক ধাপে ইমরান হাসান ওই তরুণীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। পরে তরুণী বিয়ের চাপ দিলে ও পাওনা টাকা চাইলে ইমরান গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার হুমকি দেন। এ নিয়ে একপর্যায়ে দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

২ জানুয়ারি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে ওই যুবক আরও ৫ লাখ টাকা দাবি করেন। তরুণী টাকা দিতে অস্বীকার করলে তাঁর নামে ফেসবুকে ফেক আইডি খুলে ছবি ও ভিডিও ভাইরাল করেন ইমরান।

এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ আদালতে ইমরান হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ২ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাতে ইমরান হাসানকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব

যাদুকাটার বালু লুটের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

টাকা তুলতে না পেরে ব্যাংকে গ্রাহকের তালা

টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহক

আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী আটক

হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে বিভক্ত এলাকাবাসী