হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তেমন বাণিজ্য নেই যে ধস পড়ে যাবে: পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার বেলা ১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা সভায় যোগদান করেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। 

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘আমি যেকোনো যুদ্ধের বিরুদ্ধে। এটা আমার ব্যক্তিগত মত। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তেমন বাণিজ্য নেই যে ধস পড়ে যাবে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তৈরি পোশাক ও খাদ্যপণ্য রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে যে বাজার রয়েছে সেখানে বাংলাদেশের পণ্য যাবেই। এতে কোনো সমস্যা নেই। আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়া তাদের সঙ্গে বাংলাদেশের কিছু ব্যবসা রয়েছে। রাশিয়া বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এ জন্য রাশিয়া বাংলাদেশকে ঋণ দিয়েছে। কোভিডের সময় এই প্রকল্পের কাজ বন্ধ ছিল না, এখনো থাকবে না।’ 

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, নির্দেশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না, কেউ পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি উদ্বেগের বিষয়। টিসিবির উদ্যোগে পণ্য বিক্রয় চলছে। আমদানি করা পণ্যে শুল্ক না নেওয়ার ব্যবস্থা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে গিয়ে কোনো অসুবিধার শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়ক গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চাঁদাবাজি রুখতে পারলে দাম কিছুটা কমতে পারে। 

এ সময় মন্ত্রী মজুতদারদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি অবৈধ মজুত করেন, তাহলে তাঁদের মাল গুদামে পচবে বাজারে বিক্রি করতে পারবেন না। 

এ সময় উপস্থিত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। 

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার