সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল অবৈধভাবে কেনাবেচার তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগে বাবা ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার দোবিলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দোবিলা গ্রামের ব্যবসায়ী শাহেদ আলী, দুই ছেলে আরিফুল ইসলাম ও আশিক।
মামলার এজাহার অনুযায়ী জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের সামনে ভিজিডির ৩০ কেজি করে চাল সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে কেনাবেচা হচ্ছিল, এমন তথ্য পেয়ে সেখানে ভিডিও ধারণ করতে যান সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির। তিনি দীপ্ত টিভি ও খবরের কাগজের সিরাজগঞ্জ প্রতিনিধি।
ভিডিও করার সময় শাহেদ আলী ও দুই ছেলেসহ কয়েকজন দেশীয় অস্ত্র হাতে শিশিরের ওপর হামলা চালান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। হামলার সময় সাংবাদিকের কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহত সাংবাদিক গতকাল থানায় মামলা করেন। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পিতা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।