করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরার তালায় দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই গ্রামের তিনজন। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাঁদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের হাতেম আলী সরদারের পুত্র সাজ্জাদ সরদার (৪৫), দবির মোড়লের স্ত্রী করিমন বিবি (৬৫), কদম আলী গাজীর পুত্র মো. ইসলাম গাজী (৫০) এবং মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মো. শওকত হোসেনের স্ত্রী মাহমুদা খাতুন (৪৫)।
নিহতের স্বজনেরা জানান, সবাই বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। পরে রোববার করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতেই তাঁরা মারা যান। লোক জানাজানির ভয়ে তাঁদের কারওরই করোনা পরীক্ষা কিংবা হাসপাতালে নেওয়া হয়নি।
হরিহরনগর গ্রামের ইউপি সদস্য মো. শামছুর রহমান এবং মাগুরা-চাঁদকাটি এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, করোনার উপসর্গ নিয়ে তারা মারা যেতে পারেন। কিন্তু তাঁরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট না করানোর কারণে আমাদের কাছে কোনো তথ্য নেই।
ডা. রাজীব সরদার বলেন, এ পর্যন্ত তালা উপজেলায় সর্বমোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ১ হাজার ৩৮০ জনের। এর মধ্যে ৫৭১ জনের করোনা শনাক্ত হয়। আর মৃত্যু হয়েছে ৯ জনের।