হোম > সারা দেশ > সাতক্ষীরা

গাছের ডাল ভেঙে জাল ব্যবসায়ীর মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পারুলিয়া গরু হাটে মাছ ধরা জাল বিক্রি করতে এসে ভেঙে পড়া গাছের ডালের আঘাতে মারা গেছেন আব্দুল হান্নান (৬০) নামে এক ব্যবসায়ী। গতকাল রোববার দেবহাটার পারুলিয়া গরু হাটের জালপট্টিতে এ দুর্ঘটনা ঘটে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামের নুরু সরদারের ছেলে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই জাল বিক্রেতা প্রতি হাটের ন্যায় জাল বিক্রি করতে গরু হাটে আসেন। কিন্তু গতকাল জাল বিক্রির সময় পার্শ্ববর্তী একটি মরা গাছের ডাল তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে হাট কমিটির মাধ্যমে মরদেহ তাঁর বাড়িতে পাঠানো হয়। 

গরুহাট ইজারাদার আল ফেরদাউস আলফা বলেন, আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার পর আব্দুল হান্নানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরা গাছ অপসারণ না হওয়ায় ডাল ভেঙে পড়েছে। 

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, বিষয়টি আমার জানা নেই। যেহেতু এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তাই কিছু করার নেই। তা ছাড়া এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। 

ওসি আরও বলেন, গতকাল রাতেই নিহতের মরদেহ দাফন করা হয়েছে বলে তাঁর পরিবার থেকে জানানো হয়েছে। 

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা