সাতক্ষীরার কলারোয়ায় দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া বাজারে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, শিশুকন্যাকে যৌননির্যাতনের বিচার না পেয়ে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা মাহফুজা খাতুন (৩২)।
মাহফুজা ওই গ্রামের ট্রাক ড্রাইভার শিমুল হোসেনের স্ত্রী। তাদের দুই শিশুর মাহফুজ (৯) ও মোহনা (৫)।
শিমুল হোসেনের বাবা আব্দার আলী জানান, তিনদিন আগে স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) মোহনাকে যৌননির্যাতন করে। মোহনা বাড়ি এসে মাকে জানালে স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে বিচার চান। কিন্তু সামনে নির্বাচনের অজুহাত দিয়ে পরে বিচার করার আশ্বাস দেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কাছে গেলে মামলার পরামর্শ দেন। আজ সকালে তিনি কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেন।
মাহফুজার স্বামী শিমুল হোসেন বলেন, সকালে বিচারের আশ্বাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথেই শোনেন তার স্ত্রী ও সন্তানদের মৃত্যু সংবাদ। মেয়ের যৌনহয়রানির বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।