অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে মিষ্টি উৎপাদনের জন্য সাতক্ষীরার সুনামধন্য প্রতিষ্ঠান ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৪ লাখ টাকা জরিমানা করেন র্যাব-৬-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির কাছ থেকে জরিমানার ৪ লাখ টাকা আদায় করা হয়।
রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় র্যাব-৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম শাহ এই অভিযান পরিচালনা করেন। স্যাঁতসেঁতে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য প্রতিষ্ঠানের মালিক শিবুপদ ঘোষের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেন আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর রবীন্দ্রনাথ সরকার, বিএসটিআই খুলনা শাখার কর্মকর্তাসহ র্যাব-৬-এর কর্মকর্তারা। র্যাব-৬ জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন, ২০১৫-এর ৩৩ ধারা ও বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।