হোম > সারা দেশ > সাতক্ষীরা

শিক্ষকের চড় খেয়ে থানায় অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে বেতন বকেয়া থাকায় ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করেছে ওই শিক্ষার্থীর বড় ভাই। তবে প্রধান শিক্ষক বলছেন, বেয়াদবি করার কারণে চড়-থাপ্পড় মারা হয়েছে। 

থানায় অভিযোগকারী সাতক্ষীরা শহর উপকণ্ঠের তালতলা গ্রামের সোলাইমান হোসেন জানান, তাঁর ছোট ভাই ফারুক আহমেদ তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রধান শিক্ষক রেজাউল করিম ক্লাসে গিয়ে বেতন পরিশোধ যারা করেনি তাদের তাঁর অফিসকক্ষে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশমতো তাঁর ভাইসহ অন্যরা অফিসকক্ষে গেলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের বেত্রাঘাত করেন প্রধান শিক্ষক। 

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, চুল অনেক লম্বা থাকায় তিনি ফারুকসহ অন্যদেরকে অফিসে যেতে বলেন। চুল কাটতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। এমন বেয়াদবি করায় তিনি তাদের কয়েকটি চড়-থাপ্পড় মেরেছেন। ‘বর্তমান সময়ে শিক্ষকতা করার মতো অবস্থা নেই’ বলে হতাশা প্রকাশ করেন তিনি। 

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কাদির বলেন, ‘অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মৌখিকভাবে শুনেছি। লিখিত এলে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা