হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় নসিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নছিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ছোট খোকন (৩০) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নসিমনটি জব্দ করেছে পুলিশ।

নিহত হাবিবুর রহমান সদর উপজেলার কাশেমপুরে গ্রামের মৃত নাসের সরদারের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, প্রতিদিন সকালে হাবিবুর রহমান ছোট খোকন সড়কে হাটতে বের হন। আজ সকালে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি নছিমন হাবিবুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নছিমনটি জব্দ করা হয়। 

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনতাই, আহত ২

বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক কবুতর ও ঘুঘুর মৃত্যু, ক্ষুব্ধ স্থানীয়রা

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

তালায় আমগাছের নিচে যুবকের মরদেহ, রহস্যে ঘেরা মৃত্যু

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

জামায়াত প্রার্থীর সভায় গান গাওয়া সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াত প্রার্থীর সভায় পুলিশ কর্মকর্তার গান, ভিডিও ভাইরাল

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৭

ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা