হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি 

রিয়াদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও থেকে অপহৃত কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার গভীর রাতে র‍্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর সদস্যরা তাঁকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করে। র‍্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩-এর কমান্ডার মো. কাওসার বাঁধন আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবক মোহাম্মদ রিয়াদ (১৯) ঠাকুরগাঁও জেলার সদর থানার খালপাড় ভিআইপি মোড়ের মোশাররফ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, স্কুলে যাওয়া-আসার পথে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রিয়াদ। গত ১ জুন ভুক্তভোগী কিশোরী তাঁর বাসার সামনে রাস্তায় বের হলে প্রেমের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভুক্তভোগীকে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান রিয়াদ। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোনকে অপহরণের অভিযোগ এনে মামলা করেন।

র‍্যাব বিষয়টি আমলে নিয়ে কিশোরীকে উদ্ধার অভিযানে নামে। রোববার গভীর রাতে মির্জাপুরের গোড়াই এলাকার মেঘনা ফ্যাক্টরির কাছে থেকে কিশোরীকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াদ এবং উদ্ধার করা কিশোরীকে ঠাকুরগাঁও থানায় পাঠানো হয়েছে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন