হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে শ্রমিক লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাবুরহাট বকদুলঝুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সদস্য ছিলেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কে বা কারা তাঁকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন।’

এলাকাবাসী জানান, হত্যার শিকার ওই ব্যক্তি ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং উপজেলা শ্রমিক লীগ সদস্য ছিলেন। উপজেলা শহরে ঢাকা কোচস্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারের ব্যবসার কারণে শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনাটি সোমবার দিবাগত রাতের কোনো এক সময় ঘটতে পারে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় নিহতের ছেলে মো. রায়হান বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা