হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে রমনা লোকাল ট্রেন চালু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে বন্ধ থাকা রমনা লোকাল ট্রেনটি পুনরায় চালু ও রেলপথ মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

আজ রোববার সকালে চিলমারী কমিউটার ট্রেনটি আটকে চিলমারী, রৌমারী ও রাজিবপুর এলাকাবাসীর ব্যানারে রমনা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত লোকাল ট্রেন চালু ও রেললাইন সংস্কার করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দেন এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য দেন ইমরান সরকার, ছক্কু মিয়া, মমিনুল ইসলাম, রেজাউল ইসলাম, নিলয় ইসলাম, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বন্ধ থাকা রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। বর্তমানে যে কমিউটার ট্রেন চালু রয়েছে, সেটি সকাল ৮টায় রংপুর অভিমুখে রওনা হয়ে চিলমারী ফিরে আসে রাত ১২টার পর। দেখা যায়, সে সময় ট্রেনটি যাত্রীশূন্য। তবে রমনা লোকাল ট্রেন চালু হলে সকালে জেলার উদ্দেশে রওনা হয়ে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই বাড়ি ফেরা যাবে। এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হতো, তা অনেক গুণে কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহন ব্যয়ও কমে যাবে। 

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুন বলেন, করোনার সময় রমনা লোকাল ট্রেনটি বন্ধ হয়ে গেলে আর চালু হয়নি। পরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সংশ্লিষ্ট দপ্তরে ইঞ্জিন চেয়ে আবেদন করা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে সেটি চালু করা হবে। 

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেলপথ সংস্কারের কাজ চলমান রয়েছে। উলিপুর থেকে রমনা সংস্কারের টেন্ডার হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার