হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

পুলিশের হাতে আটক মো. রিয়াদ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার এক কিশোরীকে অপহরণের ৫০ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মো. রিয়াদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার উদ্ধার কিশোরী ও অভিযুক্ত যুবককে আদালতে হাজির করে পুলিশ। পরে কিশোরীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক। একই সঙ্গে যুবক রিয়াদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক বলেন, র‍্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর একটি দল টাঙ্গাইলের গোড়াই এলাকা থেকে গত রোববার রাতে কিশোরীকে উদ্ধার ও রিয়াদকে গ্রেপ্তার করে। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।

অভিযুক্ত রিয়াদ ঠাকুরগাঁও শহরের খালপাড় ভিআইপি মোড় এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ জুন বিকেলে ওই কিশোরী বাসা থেকে বের হলে অভিযুক্ত রিয়াদ বন্ধুত্বের সুযোগে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যান এবং সময়ক্ষেপণ করতে থাকেন। পরে কিশোরীর পরিবার ঠাকুরগাঁও সদর থানায় অপহরণ মামলা করে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন