হোম > সারা দেশ > রংপুর

জনসমর্থন থাকলে কেউ পালায় না: এ টি এম আজহারুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে জামায়াতের নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন এটিএম আজহারুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে। আমরা পালাইনি। আমাদের কেউ পালায়নি।’ আজ বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয়, তখন তিনি আমেরিকায় ছিলেন। ওনাকে বলা হয়েছিল আপনি আসবেন না। উনি বলেছিলেন, আমি তো কোন অপরাধ করিনি। আমি আমার দেশেই মরব। উনি দেশে এলেন। আর যারা বড় বড় কথা বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।’

এ টি এম আজহার বলেন, ‘আমি ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার নিজ এলাকায় যাচ্ছি। এর জন্য দেশবাসী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি এখন নিজের মতামত নিজে প্রকাশ করতে পারি।’ এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টি এম আজহারুল ইসলাম তারাগঞ্জ ও বদরগঞ্জে স্থানীয় জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড