হোম > সারা দেশ > রংপুর

জনসমর্থন থাকলে কেউ পালায় না: এ টি এম আজহারুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে জামায়াতের নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন এটিএম আজহারুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে। আমরা পালাইনি। আমাদের কেউ পালায়নি।’ আজ বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয়, তখন তিনি আমেরিকায় ছিলেন। ওনাকে বলা হয়েছিল আপনি আসবেন না। উনি বলেছিলেন, আমি তো কোন অপরাধ করিনি। আমি আমার দেশেই মরব। উনি দেশে এলেন। আর যারা বড় বড় কথা বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।’

এ টি এম আজহার বলেন, ‘আমি ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার নিজ এলাকায় যাচ্ছি। এর জন্য দেশবাসী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি এখন নিজের মতামত নিজে প্রকাশ করতে পারি।’ এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টি এম আজহারুল ইসলাম তারাগঞ্জ ও বদরগঞ্জে স্থানীয় জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ