লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে শাহ আলম নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাত ১১টার দিকে সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ৫০ গজ ভেতরে চার-পাঁচজন গরু পারাপারকারী প্রবেশ করেন। এ সময় বিএসএফের ১৬৯ রানীনগর ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। এ সময় শাহ আলমের (৩২) ডান চোখের নিচে একটি রাবার বুলেট লাগে। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
৬১ বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম বলেন, `আমরা এ ধরনের একটি খবর শুনেছি। সঠিক জানি না। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি, বিএসএফও কিছু জানায়নি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি।'