হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

ঠাকুরগাঁও প্রতিনিধি

তাৎক্ষণিক বদলি ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

তাৎক্ষণিক বদলির আদেশ পাওয়া ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানের ফেসবুক আইডিতে লেখা একটি স্টোরি ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁর বদলির বিষয়টি যাঁরা না বুঝবেন, তাঁদের তরমুজ খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ফেসবুক স্টোরিতে লেখা হয়, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই এক একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

ঠাকুরগাঁও সদর থানার সাবেক ওসি শহিদুর রহমানের ফেসবুক স্টোরি। ছবি: শহিদুরের ফেসবুক আইডি থেকে নেওয়া

আজ রোববার সকালে শহিদুর রহমানের ফেসবুক আইডির স্টোরিতে এসব কথা লেখা হয়।

এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানা থেকে ওসি শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়। শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্ব দেওয়া হয়। শহিদুর রহমান বদলির ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব নিয়েছিলেন।

এর আগে গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে সাংবাদিকেরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও একাধিক অভিযোগ তোলেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এর আগে তাঁর (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁকে তাৎক্ষণিক বদলির বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।

আরও খবর পড়ুন:

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ