হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে হয়রানিমূলক ২৮ মামলা নিষ্পত্তি, মুক্তি পেল ৩ হাজারের বেশি মানুষ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাঁর কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিষ্পত্তির কথা জানানো হয়। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার আসামির সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি। আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা এখন সম্পূর্ণভাবে মুক্ত। এর ফলে আসামিদের পরিবারে স্বস্তি ফিরেছে।

আজ মঙ্গলবার পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির চত্বরে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম সূফি সংবাদ সম্মেলনে বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতায় ২৮টি মামলা দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।’

আদম সূফি আরও বলেন, ‘বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর মাত্র সাত-আট মাসের মধ্যেই মামলাগুলোর বিচারিক নিষ্পত্তি সম্ভব হয়েছে। এখনো অনেকে জানেন না, মামলাগুলো থেকে অভিযুক্তরা এখন মুক্ত। আমরা চাই, গণমাধ্যমের মাধ্যমে জনগণ এ বিষয়ে জানুক।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আদালতের বিশেষ পিপি জাকির হোসেন, অতিরিক্ত পিপি খলিলুর রহমান, আইনজীবী ইয়াছিনুল হক দুলাল, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, এপিপি আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান মিলন ও মোস্তাফিজুর রহমান মিলন।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন