হোম > সারা দেশ > রংপুর

৪৮ শ্রমজীবী পরিবারে ৩০ দিনের খাদ্যসামগ্রী দিল স্টেডফাস্ট কুরিয়ার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার ৪৮ শ্রমজীবী পরিবারের মধ্যে ৩০ দিনের খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস। খাদ্যসামগ্রী হিসেবে ২৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেওয়া হয়। 

রংপুর অঞ্চলের শ্রমজীবী মানুষের দুর্দশা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইনে ‘দেড় মাসে কামাই হইছে মাত্র ১৩০০ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এই প্রতিবেদন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। তিনি সিদ্ধান্ত নেন ওই সব শ্রমজীবী পরিবারকে সহায়তা দেবেন। 

স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে শ্রমজীবী পরিবারগুলোর তথ্য নেন। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় ৪৮ শ্রমজীবী পরিবারকে ৩০ দিনের খাদ্যসহায়তা দিয়েছে এই প্রতিষ্ঠান। খাদ্য হিসেবে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেওয়া হয়। 

খাদ্যসহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকার শ্রমজীবী মানুষের কষ্টের কথা পত্রিকায় পড়ে অনেক খারাপ লাগে। তাই সিদ্ধান্ত নিই শ্রমজীবী অসহায় পরিবারকে সহায়তা দেব। এর পরিপ্রেক্ষিতে ৪৮ পরিবারের মাঝে এক মাসের করে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।’ 

গতকাল রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় সহায়তা পেয়ে আজকের পত্রিকাকে গঙ্গাচড়া ধামুর এলাকার সুবল চন্দ্র দাস বলেন, ‘দাদা তোমরা যদি হামার কষ্টের কথাগুলো পত্রিকাত না লিখলেন হয় তাহইলে হামরা আজকে এই সাহায্য পাইনো না হয়।’ 

গঙ্গাচড়া মাঝাপাড়া এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম বলেন, ‘আপনি যে হামারগুলার কথা এভাবে পত্রিকাত তুলি ধরবেন, হামরাগুলা স্বপ্নেও ভাবি নাই। যাক এই এক মাস এই খাবারটা খেয়া চলিবার পামো।’

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন