হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় মেসবাউল জারিফ অর্ঘ্য নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাগাতিপাড়া মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

অর্ঘ্য চাঁপাইনবয়াবগঞ্জ সদরের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাসার মেজবাহুল জাকিরের ছেলে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বাউয়েট) এলএলবি ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় পর্বের ছাত্র ছিলেন তিনি।

পুলিশ জানায়, অর্ঘ্য বাউয়েটে পড়ালেখার সুবাদে দয়ারামপুরের বিশ্ববিদ্যালয়ের অদূূরে ‘মোস্তাফিজ ভিলা’ নামের মেসের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ঘটনার দিন বিকেল থেকে ঘরের মূল দরজা বন্ধ করে তিনি ঘরের মধ্যে ছিলেন। বন্ধুরা তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে সেখানে যান। পরে বাড়ির মালিকসহ গিয়ে জানালা দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বুধবার রাত ১২টার দিকে অর্ঘ্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের