হোম > সারা দেশ > রাজশাহী

কাজের কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে অপহরণ, গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

রাজমিস্ত্রিকে অপহরণের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে এক রাজমিস্ত্রিকে অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপহৃত রাজমিস্ত্রিকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া রাজমিস্ত্রির নাম মো. জাকারিয়া (৩০)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার মো. বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচার রাসেল শেখ (২৬) ও রাজু আহমেদ (২৩)।

পুলিশ ও অপহৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইলে ডেকে নেন অপহরণকারীরা। পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইল ফোনে কল করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্তু জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় নিলুফা গাবতলী মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের পর গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, গ্রেপ্তার তিনজন অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে