হোম > সারা দেশ > রাজশাহী

কাজের কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে অপহরণ, গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

রাজমিস্ত্রিকে অপহরণের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে এক রাজমিস্ত্রিকে অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপহৃত রাজমিস্ত্রিকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া রাজমিস্ত্রির নাম মো. জাকারিয়া (৩০)। তিনি গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রথিরাম পাঠানপাড়ার মো. বিনজু মিয়া ওরফে রকি (২৫), বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচার রাসেল শেখ (২৬) ও রাজু আহমেদ (২৩)।

পুলিশ ও অপহৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ২৯ মে সকালে জাকারিয়াকে কাজের কথা বলে মোবাইলে ডেকে নেন অপহরণকারীরা। পরে তাঁর স্ত্রী নিলুফার মোবাইল ফোনে কল করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি সেই টাকা বিকাশে পাঠান। কিন্তু জাকারিয়াকে ছাড়া হয়নি। বরং আরও এক লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় নিলুফা গাবতলী মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের পর গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শেরপুর উপজেলার টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাকারিয়াকে উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, গ্রেপ্তার তিনজন অপহরণের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী