বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কইগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম উপজেলার কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।
জানা গেছে, নাটোরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে সালমা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। পরে কুন্দার হাট হাইওয়ের পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কুন্দারহাট হাইওয়ের উপপরিদর্শক সুলতান মাহামুদ জানান, আমরা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। মাইক্রোবাস বা চালককে আটক করা সম্ভব হয়নি।