হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি

দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়কের মুন্দাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তাঁরা হলেন আজিজার মণ্ডলের ছেলে মোটরসাইকেলচালক দুলাল মণ্ডল (৩৫) এবং মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুলাল মণ্ডল নামের একজন মোটরসাইকেলচালক জহুরুল ইসলামকে নিয়ে জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের চালক মুন্দাইল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাককে ধাক্কা দিলে সঙ্গে থাকা জহুরুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাতে মোটরসাইকেলচালক দুলাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক