হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে সাংবাদিককে হেনস্তা, মোবাইল ফোন কেড়ে নিয়ে মোছা হলো ভিডিও

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াত সমর্থকদের হাতে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ট্রেন থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য ভিডিও করতে গিয়ে একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম হেনস্তার শিকার হয়েছেন। এ সময় ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে রিজার্ভ করা হয়েছিল। অনেক সাধারণ যাত্রী বিষয়টি না জানায় ট্রেনে উঠতে গেলে বাধার মুখে পড়েন। এক দম্পতি ট্রেনে উঠলে জামায়াত সমর্থকেরা তাঁদের নামিয়ে দেন। বিষয়টি দেখে ওই দম্পতি প্রতিবাদ করেন। আমি সেটি ফোনে ধারণ করতে থাকি। তখন ট্রেন থেকে ৩০-৪০ জন জামায়াত সমর্থক নেমে এসে আমাকে ঘিরে ধরেন। তাঁরা ফোনের ভিডিও ডিলিট করতে বলেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁরা ফোনটি কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলে ফোনটি ফিরিয়ে দেন। যাওয়ার সময় কেউ কেউ বলেন, ‘ওরে নিয়ে চল, ভাব দেখানোর জায়গা পায় না’।

সাধারণ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আপনার মাধ্যমে জানলাম। কোনো সাংবাদিক ছবি তুললে বা ভিডিও করলেই তা ঠেকানোর অধিকার কারও নেই। আমি খোঁজ নিচ্ছি এবং কামারখন্দের আতাউর ভাইকে বিষয়টি জানাচ্ছি।’

এ বিষয়ে কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি গতকাল ঢাকায় এসেছি। ফিরে গিয়ে বিষয়টি দেখব।’

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার