হোম > সারা দেশ > রাজশাহী

ভোলাহাটে শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাষণের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক শিক্ষকের বিরুদ্ধে মাইকে বাজতে থাকা বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামবাড়িয়া ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। পরে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিচারের দাবিতে তাঁকে আটকে রাখে।

ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সজল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ভাষণের দিন। দিনটি উপলক্ষে কলেজে নানা কর্মসূচি নেওয়া হয়। প্রভাষক মো. তৌফিকুর রহমান এসে হঠাৎ ভাষণটি বন্ধ করে দেন। এ সময় তিনি বলেন, “মরা মানুষের ভাষণ শুনে কী হবে? সে তো কবরে আছে। বরং আমার ভাষণ শোনো, তোমাদের কাজে লাগবে।”

জামবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেন, একজন শিক্ষক বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করে এবং ৭ মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা এলে সবার মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে জামবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন আইরন বলেন, ‘একজন রাষ্ট্রদ্রোহী হলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে পারে। প্রভাষক তৌফিক আগেও জাতির পিতা সম্পর্কে কটূক্তি করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।’

এ বিষয়ে জানতে ভোলাহাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্জুমান সুলতানা বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এসেছি। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার