হোম > সারা দেশ > রাজশাহী

ভোলাহাটে শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাষণের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক শিক্ষকের বিরুদ্ধে মাইকে বাজতে থাকা বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামবাড়িয়া ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। পরে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিচারের দাবিতে তাঁকে আটকে রাখে।

ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সজল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ভাষণের দিন। দিনটি উপলক্ষে কলেজে নানা কর্মসূচি নেওয়া হয়। প্রভাষক মো. তৌফিকুর রহমান এসে হঠাৎ ভাষণটি বন্ধ করে দেন। এ সময় তিনি বলেন, “মরা মানুষের ভাষণ শুনে কী হবে? সে তো কবরে আছে। বরং আমার ভাষণ শোনো, তোমাদের কাজে লাগবে।”

জামবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেন, একজন শিক্ষক বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করে এবং ৭ মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা এলে সবার মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে জামবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন আইরন বলেন, ‘একজন রাষ্ট্রদ্রোহী হলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে পারে। প্রভাষক তৌফিক আগেও জাতির পিতা সম্পর্কে কটূক্তি করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।’

এ বিষয়ে জানতে ভোলাহাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্জুমান সুলতানা বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে এসেছি। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে