হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর পাঠানপাড়ার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। তাঁকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি নাদিম মোস্তফা। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ বানচাল করতে পুলিশ দলের নেতা-কর্মীদের ধরপাকড় শুরু করেছে। এ জন্যই নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেছেন, সুনির্দিষ্ট মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবারই নাদিম মোস্তফাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন