হোম > সারা দেশ > পাবনা

ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

বগুড়া প্রতিনিধি

জিয়া উদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ ওরফে মিমোকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ মিমো কাহালু উপজেলা কৃষি অফিসে কর্মরত থাকাকালে প্রতিবেশী এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। রাজি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন। পরে বিয়ের আশ্বাসে ওই তরুণী সম্পর্ক গড়ে তোলেন।

এরপর চলতি বছরের ১৩ এপ্রিল কাহালুর বাটালদীঘিতে শ্মশানঘরের পাশে এক বাড়িতে তরুণীকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি জানাজানি হলে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তরুণীকে প্রাণনাশের হুমকি দেন ওই কর্মকর্তা। এ ঘটনায় ২২ এপ্রিল কাহালু থানায় মামলার পর আত্মগোপনে ছিলেন মিমো।

আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, আদালতের আদেশে বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি