হোম > অপরাধ > রাজশাহী

ক্লাস থেকে তুলে নিয়ে শিক্ষার্থীকে মারধর, স্কুল বন্ধের ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ক্লাস থেকে এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে রাস্তার ফেলে মারধর করেছে একদল বহিরাগত যুবক। এ সময় বাঁধা দিতে গেলে লাঞ্ছিত হন স্কুলের শিক্ষকেরা। আজ বুধবার সাড়ে ১২টার দিকে উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমিতে এ ঘটনা ঘটে।

আহত সজিব হোসেন (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয় চত্বরে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সাড়ে ১২টার দিকে ভেড়ামারা উদয়ন একাডেমিতে ক্লাস চলছিল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে ভেড়ামারা গ্রামের পারভেজ, গোলাম ফারুক, আকাশ, ও বাবুসহ ১৫ / ২০ জন ১৮-২০ বছরের যুবক দশম শ্রেণির ছাত্র সজিব হোসেনকে ক্লাস থেকে জোর করে তুলে নিয়ে যান। এরপর তাকে বিদ্যালয় গেটের সামনে নিয়ে গিয়ে মারপিট করতে থাকেন। 

এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা এগিয়ে গেলে তাঁদেরকে লাঞ্ছিত করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত যুবকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ক্লাস বন্ধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এদিকে বহিরাগতের ফের হামলার আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক হেদায়েতুল হক বলেন, ‘শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। এ সময় আমাদের শিক্ষকদেরও লাঞ্ছিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে থানা ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু-পক্ষের কেউই থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন