হোম > সারা দেশ > নওগাঁ

সরকারি সহায়তা পেল কান্না ভাইরাল হওয়া সেই শিশুটির পরিবার

প্রতিনিধি, নওগাঁ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুজিবর রহমান নামে এক ব্যক্তির লাশের পাশে কান্না করছিল তাঁর সাত বছরের মেয়ে। এমন একটি ভিডিও গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে মৃতের স্ত্রী তানজিলাকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মৃত মুজিবর রহমান নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে কলনীবাজার গ্রামের বাসিন্দা। 

জানা যায়, বেশ কিছুদিন ধরে মুজিবর রহমানের জ্বর ও শ্বাস কষ্ট হচ্ছিল। এরপর স্থানীয় পল্লি চিকিৎসক, পার্শ্ববর্তী একটি ক্লিনিক এবং পরবর্তীতে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভর্তির আগেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাবাকে হারিয়ে লাশের পাশে বসে ওই সাত বছর বয়সী মেয়েটি কান্না করছিল। সেখান থেকে একজন ভিডিও করে সেটি ফেসবুকে ছেড়ে দেন। 

পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে ভিডিওটি নওগাঁ জেলা প্রশাসকের নজরে আসেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে সেই ভিডিও দেখে বাড়ি খুঁজে বের করেন স্থানীয় প্রশাসন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মুদি দোকান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। 

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ বলেন, ভিডিওটি ফেসবুকে দেখার পর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিবারটির খোঁজ নিতে বলা হয়। আজ সকাল ১১টার দিকে মৃত মুজিবুর রহমানের বাড়ি খুঁজে বের করে পরিবারটির খোঁজখবর নেন ইউএনও। 

জেলা প্রশাসক আরও বলেন, প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে মৃতের স্ত্রী তানজিলাকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাঁদের একটা মুদি দোকান করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে