রাজশাহীতে চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি এম এ তালেব মন্ডল ওরফে বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল।
তালেব মন্ডলের বাড়ি পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামে। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, আদালতে তালেব মন্ডলের এক বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার করে তাকে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।