হোম > সারা দেশ > পাবনা

যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

বেড়া সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

যমুনা নদীতে ডুব দিয়ে মাছ ধরার সময় সোমবার সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার কৈতলা ইউনিয়নের মাছখালি গ্রাম সংলগ্ন যমুনা নদীতে মাছ ধরতে নেমে সোহেল হোসেন (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়। এর একদিন পর আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া ঘাট নামক স্থানে যমুনা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। 

সোহেল হোসেন উপজেলার মাছখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে। 
 
এলাকাবাসী জানান, গত সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে ডুব দিয়ে মাছ ধরতে যান সোহেল। একপর্যায়ে তিনি ডুব দিয়ে আর উপরে উঠে আসেননি। অনেকক্ষণ পরও সোহেল উপরে উঠে না আসায় পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। 
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের জন্য তল্লাশি চালান। সোমবার বিকেলে রাজশাহী থেকে একদল ডুবুরি গিয়েও তাঁর খোঁজে তল্লাশি চালায়। কিন্তু ওই সময় তাঁর কোনো খোঁজ মেলেনি। অবশেষে মঙ্গলবার দুপুর ৩টার দিকে নেওলাইপাড়া ঘাট নামক স্থানে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। পরে এলাকার লোকজন মরদেহটি উদ্ধার করেন। 

বেড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান বাবর আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার দিনভর এবং আজ দুপুর পর্যন্ত যমুনা নদীতে তল্লাশি চালিয়েছেন। তাঁদের সঙ্গে রাজশাহীর ডুবুরিরাও অংশ নিয়েছিলেন। কিন্তু সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।  

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক