হোম > সারা দেশ > পাবনা

যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

বেড়া সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

যমুনা নদীতে ডুব দিয়ে মাছ ধরার সময় সোমবার সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার কৈতলা ইউনিয়নের মাছখালি গ্রাম সংলগ্ন যমুনা নদীতে মাছ ধরতে নেমে সোহেল হোসেন (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়। এর একদিন পর আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া ঘাট নামক স্থানে যমুনা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। 

সোহেল হোসেন উপজেলার মাছখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে। 
 
এলাকাবাসী জানান, গত সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে ডুব দিয়ে মাছ ধরতে যান সোহেল। একপর্যায়ে তিনি ডুব দিয়ে আর উপরে উঠে আসেননি। অনেকক্ষণ পরও সোহেল উপরে উঠে না আসায় পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। 
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারের জন্য তল্লাশি চালান। সোমবার বিকেলে রাজশাহী থেকে একদল ডুবুরি গিয়েও তাঁর খোঁজে তল্লাশি চালায়। কিন্তু ওই সময় তাঁর কোনো খোঁজ মেলেনি। অবশেষে মঙ্গলবার দুপুর ৩টার দিকে নেওলাইপাড়া ঘাট নামক স্থানে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। পরে এলাকার লোকজন মরদেহটি উদ্ধার করেন। 

বেড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান বাবর আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার দিনভর এবং আজ দুপুর পর্যন্ত যমুনা নদীতে তল্লাশি চালিয়েছেন। তাঁদের সঙ্গে রাজশাহীর ডুবুরিরাও অংশ নিয়েছিলেন। কিন্তু সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।  

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে