হোম > সারা দেশ > পাবনা

পাবনায় সাপের ছোবলে কৃষকের মৃত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় সাপের ছোবলে ফজর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

ফজর আলী উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের কাশেম সরদারের ছেলে। 

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক শেখ এ তথ্য নিশ্চিত করেন। 

ইউপি সদস্য জানান, গত শনিবার বিকেলে ফজর আলী মাঠে নিজের পেঁয়াজের জমিতে পানি দিচ্ছিলেন। এ সময় জমির মধ্যে গর্তের ভেতর থেকে গোখরো সাপ তাঁকে ছোবল দেন। তাঁর চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ইউপি সদস্য আরও জানান, স্বজনেরা ফজর আলীকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কবিরাজ বাড়িতে নিয়ে যান। সেখানে কবিরাজ ঝাড়-ফুঁ দেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। ওই দিন রাত ৯টায় জানাজা শেষ স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ