হোম > অপরাধ > রাজশাহী

নার্সের পোশাক পরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের আধুনিক সদর হাসপাতাল থেকে নার্সের পোশাক পরে দুই দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নবজাতক চুরির বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা বেগমের (২২) গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে প্রসব ব্যথা ওঠে। তখন স্বজনেরা তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। 

সকাল ১০টার দিকে একটি কন্যাসন্তান প্রসব করেন হাসনা হেনা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এক নারী নার্সের অ্যাপ্রোন পরে ওই শিশুটিকে চেকআপের কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যান। দীর্ঘ সময়েও না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাঁকে আর পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা জানায় কোনো চিকিৎসকের কাছে কোনো বাচ্চা নেওয়া হয়নি। 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহফুজা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। শিশুটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি আমরা জানতে পারি।’ 

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে। আমরাও চাই এমন একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। মা তার বাচ্চাকে ফিরে পাক।’

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন