হোম > সারা দেশ > নাটোর

নাটোরে শিক্ষককে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরে এক মাদ্রাসার সহকারী অধ্যাপক জাফর বরকতকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় শহরের কানাইখালী এলাকা থেকে চেয়ারম্যান কালুকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে বুধবার সন্ধ্যায় শিক্ষক জাফর বরকত নাটোর থানায় ইউপি চেয়ারম্যান কালুসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে মাদ্রাসায় গিয়ে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির দাবি জানান। এ সময় সহকারী অধ্যাপক জাফরের সঙ্গে চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষক জাফর চেয়ার তুলে চেয়ারম্যানের দিকে তেড়ে যান। তখন চেয়ারম্যানের সমর্থকেরা জাফরকে ইউনিয়ন পরিষদে নিয়ে মারধর করে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে। 

গ্রেপ্তারের আগে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে মাদ্রাসায় শিক্ষক জাফর বরকত আমাকে মারার জন্য চেয়ার ওঠায়। এ সময় এলাকাবাসী তাকে আটকে রাখে। আমার লোকজন তখন তাকে উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে আসে। তাকে মারপিট করা হয়নি বরং উদ্ধার করা হয়েছে।’ 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘শিক্ষক জাফর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার কালুকে আদালতে হাজির করা হবে।’ 

এদিকে চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া ইউনিয়নে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন তাঁর অনুসারীরা।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল