হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ এলাকার একটি ছাত্রীনিবাস থেকে সুরাইয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মরদেহটি। আজ শনিবার বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

ওই শিক্ষার্থীর নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বালাইর গ্রামের শহিদুল মহুরির মেয়ে। এসএসসি শেষ করে নার্সিং কলেজে ভর্তির প্রস্তুতি নিতে সে রাজশাহী এসেছিল। সে রাজশাহীতে একটি কোচিংয়ে ভর্তি হয়েছিল।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘরের দরজা দীর্ঘক্ষণ ধরে বন্ধ পায় অন্যান্য শিক্ষার্থীরা। অনেক ডাকাডাকির পরও ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ গিয়েও ঘরের দরজা ভেতর থেকে লাগানো অবস্থায় পায়। দরজা ভাঙার জন্য পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয়। পরে দরজা ভেঙে ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হয়েছে। কিন্তু কেন এই আত্মহত্যা তা জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন