হোম > সারা দেশ > বগুড়া

কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

নিহতদের পরিবার ও পুলিশ জানায়, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। আজ রোববার সকালে তিনি এক আত্মীয়কে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্নার বাবার বাড়ি ও সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তাঁরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী একটি কোচ তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাঁদের লাশ নিয়ে বাড়ি চলে যায়। 

কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। নিহতদের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি শনাক্ত করা যায়নি। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছে। তাঁরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা