হোম > সারা দেশ > বগুড়া

কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

নিহতদের পরিবার ও পুলিশ জানায়, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। আজ রোববার সকালে তিনি এক আত্মীয়কে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্নার বাবার বাড়ি ও সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তাঁরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঢাকাগামী একটি কোচ তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাঁদের লাশ নিয়ে বাড়ি চলে যায়। 

কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। নিহতদের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি শনাক্ত করা যায়নি। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছে। তাঁরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়