হোম > সারা দেশ > রাজশাহী

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা, হয়নি মামলা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বখাটেরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু ঘটনার ছয় দিন পরেও এ বিষয়ে মামলা করতে পারেননি ভুক্তভোগী ওই ব্যক্তি। তিন থানায় ঘুরেও মামলা করতে না পেরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। আজ বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম নিল মাধব সাহা। বাড়ি রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকায়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মেয়ে রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাতায়াতের সময় তাকে উত্ত্যক্ত করে আসছে এলাকার বখাটেরা। গত ১২ আগস্ট সকালে এর প্রতিবাদ করেন নিল মাধব সাহা। পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার ওই বখাটেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নিল মাধব সাহার পারলারে গিয়ে হামলা চালায়। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয় এবং হাতুড়ি দিয়ে পেটানো হয়। হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ১২টি সেলাই পড়ে।

এ নিয়ে তিনি রাজশাহীর মতিহার থানায় মামলা করতে যান ভুক্তভোগী ওই বাবা। কিন্তু মতিহার থানা-পুলিশ মামলা না নিয়ে জানায়, এলাকাটি পড়েছে রেলওয়ে থানার অধীনে। তাই রেলওয়ে থানায় যান তিনি। কিন্তু সেখানেও মামলা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি চন্দ্রিমা থানার বাসিন্দা বলে সেই থানায় যান মামলা করতে। কিন্তু সেখানেও তাঁর মামলা নেওয়া হয়নি। অভিযুক্ত বখাটে ছাত্রলীগের নেতা পরিচয় দেয় বলে মামলা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘ভুক্তভোগী ব্যক্তি যে এলাকারই বাসিন্দা হোক না কেন, যে থানা এলাকায় ঘটনা সেই থানাতেই মামলা হবে। রেলওয়ে স্টেশনে ঘটনা, এলাকাটি রেলওয়ে থানার। এ ব্যাপারে মতিহারেও মামলা হবে না, চন্দ্রিমাতেও হবে না। আমি তাদের রেলওয়ে থানায় যেতে পরামর্শ দিয়েছি। সেখানে কেন মামলা নেওয়া হয়নি সেটা জানি না।’

এ বিষয়ে কথা বলার জন্য রেলওয়ে থানার ওসির সরকারি মোবাইলে নম্বরে কল করা হলে কেউ ধরেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন