বগুড়ার শাজাহানপুর উপজেলায় গরুবোঝাই ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাকির হোসেন উপজেলার গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার আগড়া গ্রামের বাসিন্দা।
গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আলী ইমাম ইনোকী জানান, গোহাইল স্ট্যান্ড থেকে মোটরসাইকেল চালিয়ে আগড়ার দিকে যাচ্ছিলেন জাকির হোসেন। রাস্তা পারাপারের সময় বগুড়ার দিক থেকে আসা রাজশাহীগামী একটি গরুবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শাজাহানপুর থানার এসআই শাহীন আলী আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম কুন্দইল হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে চালককে গ্রেপ্তার করতে পারেনি। কুন্দইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।