হোম > সারা দেশ > নাটোর

নাটোরে আ. লীগ-যুবলীগ নেতাকর্মীর ওপর হামলা, গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি

নাটোরে এক ইউপি সদস্যসহ ৩ যুবলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ইউসুফ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন—রাশেদুল ইসলাম কোয়েল (৩২) ও মাসুদ রানা (৩৩)। তাঁরা নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর আজ রোববার বিকেলে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা পারভীন তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল শনিবার দিবাগত রাতে হামলায় গুরুতর আহত লিটন হোসেনের মা রজবী খাতুন বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়। 

মামলার অনান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—নাটোর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মোস্তারুল ইসলাম আলম, নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রানা হোসেন, যুবলীগকর্মী মারুফ বিহারি, রানা বিহারি, গোলাম কিবরিয়া সেলিম, সবুজ, মিঠুন আলী, রনি আহমেদ, নাজমুল শেখ বাপ্পি, মোহন, আছের মোল্লা প্রমুখ। 

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। 

গত শুক্রবার রাতে শহরতলির একডালা এলাকায় ইউসুফ আলী ও আছের উদ্দীনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে গুরুতর আহত একজন ঢাকার পঙ্গু হাসপাতাল ও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা