প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে নাগশোষা গ্রামে গোয়ালঘর সহ ৬টি ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
গত সোমবার (২৯ মার্চ ২০২১) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মো. রুহুল আমিন জানান, গত সোমবার মধ্যরাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে মো. বাদলের বাড়িতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে যৌথ পরিবারের ৪টি বসত ঘর, রান্নাঘর ও গোয়ালঘর আগুনে পুড়ে যায়। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়। প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে জানান তারা।