নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২১) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় ইদ্রিস আলী (৩০) নামের ট্রাকচালক আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি তদন্ত আবু সাদাদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেলপার সোহেল চালাচ্ছিলেন। আজ সকালে নাটোর হরিশপুর বাইপাস থেকে রাজশাহীতে যাওয়ার পথে নাটোর পিটিআই মোড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার সোহেল ও চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাঁদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক হেলপার সোহেলকে মৃত ঘোষণা করেন। চালক ইদ্রিস আলী চিকিৎসাধীন রয়েছেন।