হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে বিএনপির কার্যালয়ে জানালা ভেঙে চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথায় এই চুরির ঘটনা ঘটে। এ সময় জানালা ভেঙে একটি এলইডি টিভি এবং ইন্টারনেটের একটি রাউটার নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বলেন, বুধবার রাতে দলীয় কাজকর্ম সেরে তালা দিয়ে অফিস বন্ধ করে যে যার মতো চলে যায়। বৃহস্পতিবার সকালে এসে দেখা যায় অফিসের একটি জানালা ভেঙে চোরেরা অফিসের ভেতর থেকে ৩২ ইঞ্চির একটি এলইডি টিভি এবং ইন্টারনেট সংযোগের একটি রাউটার চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘পার্টি অফিসে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়