হোম > সারা দেশ > নাটোর

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোরের রাকিবের পাশে আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ভাটপাড়া এলাকার রাকিবুল ইসলামের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মাধ্যমে এই দরিদ্র শিক্ষার্থীর কথা জানতে পেরে রাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রাকিবের ভর্তিসহ পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।

রাকিবুল ইসলাম এবার চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। দিনমজুর আনছার আলীর ছেলে রাকিব তাঁর পড়াশোনা এগিয়ে নেওয়া নিয়ে সংশয়ে ছিলেন।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, রাকিবের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সত্ত্বেও পড়াশোনার অনিশ্চয়তার খবরটি জানতে পারেন তিনি। পরে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রী রাকিবের মোবাইল ফোন নম্বর নিয়ে তাঁকে ফোন দেন। এ সময় তিনি রাকিবের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানান।

প্রতিমন্ত্রী পলকের ফোন পেয়ে আবেগাপ্লুত রাকিব বলেন, ‘আমি ও আমার পরিবার দুশ্চিন্তায় ছিলাম ভর্তিসহ পড়াশোনার খরচ নিয়ে। এ সময় প্রতিমন্ত্রী পলক স্যার আমার খোঁজ নিলেন ও দায়িত্ব নিলেন। এমন একজন নেতা দেশের প্রতিটি অঞ্চলে থাকলে কোনো দরিদ্র অসহায় শিক্ষার্থীকে না পড়তে পারার কষ্ট পেতে হবে না।’

প্রতিমন্ত্রী পলকের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিতে রাকিবের বাবা আনছার আলী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়