হোম > অপরাধ > রাজশাহী

গর্ত করে বিষ দিয়ে রাস্তার তালগাছ মেরে ফেলছেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তার পাশের অন্তত ৫০টি তালগাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। তালগাছগুলোর বাকল তুলে সেখানে কীটনাশক লাগিয়ে দেওয়ায় গাছগুলো এরই মধ্যে মরতে শুরু করেছে। নিজের আমগাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে তিনি তালগাছগুলো নিধন করছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম শাহরিয়ার আলম। তিনি বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও করখণ্ড দাখিল মাদ্রাসার শিক্ষক। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারার মাথাভাঙ্গা-হাটগাঙ্গোপাড়া সড়কের পাশে বাইগাছা এলাকায় শাহরিয়ার আলম ছয় মাস আগে প্রায় ২৭ বিঘা কৃষিজমিতে পুকুর খনন করেন। দুই মাস আগে পুকুরের পাড়ে বিভিন্ন জাতের আমগাছ লাগিয়েছেন। ওই রাস্তার পাশেই এলাকার কয়েক ব্যক্তি সারি সারি তালগাছ লাগিয়েছেন প্রায় এক যুগ আগে। এখন তালগাছগুলোর ছায়ার কারণে শাহরিয়ারের আমগাছ ঠিকমতো বেড়ে উঠছে না।

স্থানীয় লোকজনের দাবি, শাহরিয়ার আলম তালগাছগুলোর বাকল কাটেন। পরে সেখানে তরল কিছু প্রয়োগ করেন। ফলে গাছগুলোর পাতা শুকিয়ে মরতে শুরু করেছে। এই রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি)। গাছ ‘হত্যা’ করতে দেখে স্থানীয়রা এলজিইডির উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এটা কে করছে আমি জানি না।’ এরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম বলেন, স্থানীয় কয়েক ব্যক্তি ফোন করে তালগাছ নিধনের বিষয়টি তাঁকে জানিয়েছেন। কাজটি যিনিই করুন না কেন, খুব খারাপ কাজ হয়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, সড়কটি এলজিইডির। তবে অনেক আগে তালগাছগুলো কে লাগিয়েছেন সেটা তিনি জানেন না। তালগাছগুলো নিধনের বিষয়টি তিনি শুনেছেন। সরেজমিন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন