হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সুলতান শেখ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন। আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সুলতান শেখ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুঠিরচর গ্রামের আয়নাল শেখের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ১৪ আগস্ট সুলতান শেখের সঙ্গে সদর উপজেলার চণ্ডিদাসগাতী গ্রামের আবু তাহের শেখের মেয়ে তাহমিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়েসন্তানের জন্ম হয়।

এরপর থেকে সুলতান শেখ স্ত্রী তাহমিনার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাহমিনা টাকা দিতে অস্বীকার করলে তাঁকে নির্যাতন করতেন সুলতান। এরই জেরে ২০১৯ সালের ৮ আগস্ট তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ইউডি মামলা করে পুলিশ। পরবর্তী সময়ে নিহতের বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সুলতান শেখকে আসামি করে ২০২০ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ আদালত সুলতান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন