বগুড়ার শাজাহানপুরে বাসের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহতের স্ত্রী-ছেলেসহ চারজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কেরামত আলী (৪৫)। তিনি বগুড়ার মাঝিড়া সেনানিবাসে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন শাজাহানপুরের কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজুর রহমান।
আহতরা হলেন নিহতের স্ত্রী মিনারা বেগম (৩০), ছেলে মুনতাসীর মাহির (১৬), হাসান (২৪) ও সুফিয়ান (২৫)। হতাহতরা শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
হতাহতের নাম-পরিচয় নিশ্চিত করে এসআই হাসান হাফিজুর রহমান বলেন, ‘বগুড়ার বনানী এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিল। পথে বেতগাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আগমনী নামের একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে শজিমেক হাসপাতালে মারা যান কেরামত। বর্তমানে নিহতের স্ত্রী-ছেলেসহ চারজন চিকিৎসাধীন। আর আহত অবস্থায় পালিয়ে গেছেন অটোরিকশার চালক।
এসআই আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি হেফাজতে নেওয়া হয়েছে। দুটি যানবাহনেরই চালক পলাতক রয়েছেন।’